জেলার খবর

সুনামগঞ্জ আনন্দ শোভাযাত্রা ওসমাবেশ করছে আওয়ামীলীগ।

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ আনন্দ শোভাযাত্রা ওসমাবেশ করছে আওয়ামীলীগ।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন জাতীয় সংসদে পাস হওয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা আ.লীগ। শনিবার বেলা ৩টায় জেলা শহরে এ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্টিত হয়।

শহরের হোসেন বখত চত্বরে জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায় সহ দলীয় নেতৃবৃন্দ।

পরে শহরের বখত চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক সমহু প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানা বাদ্য-বাজনা নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন উপজেলা থেকেও নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত হাওরবাসীকে উপহার দিয়েছেন। সঠিক জায়গায়ই বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়টি নির্মাণ হবে এবং শিক্ষার আলো ছড়াবে। সারা দেশের মত সুনামগঞ্জের উন্নয়নেও প্রধানমন্ত্রীর নজর আছে। আমরা সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

বক্তরা আরও বলেন, সুনামগঞ্জের কৃতি সন্তান প্রয়াত আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, রইছ উদ্দিন আহমদসহ নেতারা আগেও সুনামগঞ্জের উন্নয়নে চেষ্ঠা করে গেছেন। সেসময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই উন্নয়ন কর্মকান্ড হয়েছে। বর্তমানে অবস্থা অনেক ভালো, সেজন্য চারদিকে উন্নয়নের জোয়ার বইছে, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার সাংসদরা উন্নয়ন করছেন, জেলা আ.লীগ তাতে সহাযোগতা করছে। জেলা আ.লীগের দাবি,যেখানে জনগণের সুবিধা হয় এমন জায়গাই যেন স্থাপনাগুলো তৈরি হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শফিকুল আলম, রেজাউল করিম শামীম, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, প্রবীন আ.লীগ নেতা সুবির তালুকদার বাপ্টু জেলা আ.লীগ নেতা শাহ আবু নাসের, দফতর সম্পাদক নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল, জেলা পরিষদ সদস্য আবুল আজাদ রুমান, আ.লীগ নেতা রশিদ বখত নজরুল, ধর্মবিষয়ক সম্পাদক মফিজুল হক, সদস্য আতিকুল ইসলাম আতিক, হাসান মাহবুব সাদী, শামীম আখঞ্জি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম, সদর আ.লীগের সেক্রেটারি মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button