সিলট নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে একযোগে অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন ও এসএমপির ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় নগরীর কিনব্রিজ-চৌহাট্টা সড়ক ও ফুটপাত দখলকারী হকারদের লালদিঘির পার হকার্স মাঠে পুনর্বাসন করা হয়েছে। তবে হকারদের পুনর্বাসন করলেও এসব এলাকার দেকানদাররাও দখল করে রাখেন সড়ক ও ফুটপাত।
নগরীর ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় দোকানদারদের বিরুদ্ধে গত কয়দিনের অভিযানে ২১ টি সাধারণ ডায়েরি করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া আদালতে ৬ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, নগরের বন্দরবার-চৌহাট্টা সড়কের পাশের দোকানদাররা তাদের দোকানের সামনের ফুটপাত ও সড়কে মালালমাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর ফলে ফুটপাতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ট্রাফিক বিভাগ কর্তৃক ফুটপাত ও রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়।
সিলেট নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ জানান, গত ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানদাররা বিরুদ্ধে মোট ২১ টি জিডি, ৬ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com