অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন কোনো দেশ যদি করোনা ভাইরাসের ভ্যাকসিনের দাম বেশি বলে তবে অন্য দেশ থেকে আনার চেষ্টা করা হবে।
বুধবার (১৩ জানুয়ারি) অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের তুলনায় ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছে সরকার এরফলে বাজেটে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমি এটা জানিনা, দাম বেশি হয়েছে কিনা। ভারত যদি তৈরি করে তাহলে তাদের উৎপাদন খরচ তো কম হবেই। তারা যখন বিক্রি করবে অবশ্যই বিক্রির দাম তাদের খরচ ও লাভ দুইটাকে একত্র করে তারা এ কাজটি করবে।
মুস্তফা কামাল বলেন, ‘আমরা দেখবো যে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কতো এবং আমরা কতো দামে পাচ্ছি, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। কারণ ভ্যাকসিন অনেক দেশ তৈরি করবে। এক দেশ থেকে যদি বেশি দাম বলে আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই আমরা করবো, সেই সুযোগ আমাদের আছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন আনা কঠিন কাজ নয়। ভ্যাকসিন দেওয়াটা কঠিন। সব মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com