ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মাছ বাজারে বিক্রির জন্য ওঠে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বিক্রেতা যার দাম হাঁকেন এক লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (১৩ জানুয়ারি) পৌর শহরের মাছ বাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও মূল আকর্ষণ ছিলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ।
মাছ বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে দুপুর পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা পর্যন্ত। আরও বেশি দামে বিক্রির অপেক্ষা করছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলেও আশাবাদী তিনি।
বাজারে আসা প্রায় প্রত্যেকে একবার হলেও মাছটির কাছে গিয়ে দাঁড়াচ্ছে, অনেকের কেনার সাধ্য না থাকলেও এক নজর যে যার মতো মাছটিকে দেখে নিচ্ছেন। বাজারেও ক্রেতা ও দর্শকদের উপচে পরা ভিড় চোখে পরার মতো।
মাছ ব্যবসায়ীরা জানান, দিনশেষে আজ গভীর রাত পর্যন্ত বাজার খোলা থাকবে।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com