মৌলভীবাজারের বড়লেখায় শামীম আহমদ (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকায় ইট ভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
শামীম আহমদ উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তমছির আলীর পুত্র ও ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শামীম আহমদ। পরিবারের পক্ষ থেকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। মঙ্গলবার সকালে কবিরা গ্রামের ইট ভাটা এলাকায় দুই শিশু গরু চরাতে গেলে শামীম আহমদকে মাটিতে পড়ে থাকতে দেখে। তার দেহের পাশে মোবাইলে বাজছে শুনে এক শিশু ফোন রিসিভ করে লাশের কথা জানায়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে– তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com