সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যেমে তাদেরকে জেলহাজতে পাঠায় পুলিশ।
আটককৃতরা হল- উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র মানিক মিয়া (২১) ও তার বড় ভাই রাজমিস্ত্রি সফিক মিয়ার স্ত্রী মাহিমা বেগম (১৯)।
জানা যায়, শনিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে দোয়ারাবাজার সদরস্থ উৎস হোটেলের ২য় তলার ৪নং রুমটি ভাড়া নেয় আটককৃতরা। তাদের আচার-আচরণ সন্দেহজনক হলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের কোর্টের মাধ্যেমে জেলে পাঠানো হয়েছে।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com