একই আসরে বিয়ে হওয়ার কথা ছিল দুই ভাই নবীন ও অশোকের। কিন্তু বিয়ের আগমুহূর্তে হঠাৎ এসে হাজির হন নবীনের প্রেমিকা। তারপরই ঘটনার চিত্র পাল্টে যায়।
ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। বিয়ের আসরে প্রেমিকার উপস্থিতিতে বিচলিত হন নবীন। নবীন যদি তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করে, তবে আমন্ত্রিতদের সামনে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন প্রেমিকা। পরে তাকে নিয়ে বিয়ের আসর থেকে পালান নবীন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই সময় নবীনের ভাই অশোক বিয়ে করে নিলেও বসেই থাকেন পাত্রী সিন্ধু। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে একপর্যায়ে কেঁদে ফেলেন ওই কনে। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তখনই সিন্ধুর বাড়ির লোক পাত্র খুঁজতে শুরু করেন।
সৌভাগ্যবশত সেসময় সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রাপ্পা নামে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক কন্ডাক্টর। তাকেই দেওয়া হয় বিয়ের প্রস্তাব। আর তিনি দেরি না করে তাদের প্রস্তাবে যান চন্দ্রাপ্পা। এরপর ওই মণ্ডপেই বিয়ে হয়ে যায় সিন্ধুর। শুধু পাত্র পরিবর্তন হয়।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com