সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল আওয়াল কয়েস বলেছেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে। বিশেষ করে যুবকদেরকে অনৈতিক পথ থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের মধ্যে আবদ্ধ করে রাখে। যুবক ও তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
শুক্রবার ৮ (জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারে রাঘবপুর পশ্চিম পাড়া কতৃক আয়োজিত ৫ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক মাসার আহমদ শাহ , সিলেট মেট্রোপলিটন প্রসিকিউশন ইনচার্জ (ট্রাফিক বিভাগ) আবু বক্কর শাওন, ইউ পি সদস্য সেলিম আহমদ, সুমন আহমদ তালুকদার, উপজেলা যুবলীগ সদস্য নন্দন চন্দ্র পাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জালাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি দুলাল আহমদ প্রমুখ।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com