করোনাভাইরাস মহামারির এই সময়ে বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এর টিকা। বাংলাদেশেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। যদিও বাংলাদেশে এখনো করোনার টিকা আসেনি, তবে উন্নত বিশ্বের অনেক দেশেই টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হয়ে গেছে। অনেক বাংলাদেশি প্রবাসী ইতিমধ্যেই টিকা পেয়েছেন বা পাওয়ার তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুবাদে টিকা নিয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নেহরিন মৌ। ইতিমধ্যেই তিনি তার ফেসবুকে করোনার টিকা গ্রহণের কার্ডের একটি ছবি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’
পোস্ট করা ছবিতে দেখা গেছে, গতকাল তিনি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন। আরও একটি ডোজ তাকে নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানিয়েছেন তিনি।
নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেধেছেন। বর্তমানে এই তারকা দম্পতি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আর সে কারণেই অভিনয়ে খুব একটা দেখা যায় না তাদের।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com