আজ রোববার (৩রা জানুয়ারী) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এসময় তিনি বলেছেন, ‘টিকা সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও পৌঁছানো একটি টেকনিক্যাল বিষয়। এটাকে জনগণের সামনে পরিষ্কার করে সরকারের রোডম্যাপ প্রকাশ করা দরকার। এ বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি।’
টিকার জন্য সরকার নিজে সিরাম ইনস্টিটিউটকে টাকা না দিয়ে বেক্সিমকোর মাধ্যমে কেন দিচ্ছে- এ প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বেশির ভাগ ক্ষেত্রে দেখছি, এই বিষয়টা সরকারের সঙ্গে সরকার ডিল করছে। অথবা সরকার নিজেই সেই কোম্পানির সঙ্গে ডিল করছে। সরকার সরাসরি এই টিকা না কিনে বেক্সিমকোর মাধ্যমে কিনল কেন? বেক্সিমকোর এখানে কত কমিশন আছে, সেটাও আমরা জানতে চাই। এসব বিষয়ে মানুষের জানার অধিকার আছে।’
প্রতি মাসে প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে তিন কোটি ডোজ টিকা অপ্রতুল উল্লেখ করে তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু আমরা শুনতে পাচ্ছি সরকারের উচ্চপর্যায়ের মানুষের জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়ে গেছে। খবর পেয়েছি গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ অন্যান্য ক্লাবে যাঁরা সদস্য আছেন, তাঁদের নামের তালিকা করা হচ্ছে। মন্ত্রী এমপিদের তালিকা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কীভাবে এই ভ্যাকসিন পাবে, কখন পাবে, সে বিষয়ে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না।’
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com