জনগণ এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বিএনপির আন্দোলন কোন বছর হবে; সেই উত্তরও জানতে চেয়েছেন।
শনিবার (২ জানুয়ারি) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এরই মধ্যে সরকারের ১২ বছর চলে গেল, কিন্তু বিএনপির আন্দোলন হবে কোন বছর?
কাদের আরও বলেন, বিএনপি গণতন্ত্র মুখে বলে, কাজ করে উল্টো। তারা স্বৈরতান্ত্রিক পদ্ধতি চায়। আমরা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।
নিজেদের বক্তব্য অনুযায়ী নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে আসতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান কাদের।
কাদের বলেন, বিএনপি নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা দিয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না।
সেতুমন্ত্রী আরও বলেন, নতুন বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে অধিকতর সুগঠিত এবং স্মার্ট একটা দল হিসেবে গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরও মজবুত করা হবে বলেও জানান কাদের।
২০৯, ৩য় তলা, ইস্টার্ন প্লাজা, এয়ারপোর্ট রোড, সিলেট।-৩১০০
নিউজরুম: ০১৮১৬-০১৩৮৯৬ বিজ্ঞাপন: ০১৮১৬-০১৩৮৯৬ বার্তা কক্ষ ই-মেইল: news.sbarta24@gmail.com