1. admin@sbarta24.com : Rahat : Anwar Babul
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত - Home
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
এই মুহূর্তে
Welcome To Our Website... করোনা মুক্তিতে দেশ ও জাতির জন্য ঈদ জামাতে বিশেষ দোয়া, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস। টিকা নিয়ে নতুন ঘোষণা রাশিয়ার, এক ডোজই রুখে দেবে করোনার সব ভ্যারিয়েন্ট....

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

ফেণী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৯৯ বার পঠিত

মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের ফলে ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে।” ফেনীর ফুলগাজীতে আকস্মিক পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চার গ্রামে পানি ঢুকেছে।

ফুলগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে বুধবার রাতে জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে গেছে।

পানিতে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন আবদুর রউফ নামে একজন দোকানি।

পানিতে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নষ্ট
ফুলগাজীর ইউএনও ফেরদৌসী বেগম বলেন, “ ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের ফলে।”

বুধবার বিকেল থেকেই নদীতে পানির প্রবাহ বেশি ছিল বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন। তিনি বলেন, বাঁধ ভাঙার আগে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে।

মুহুরী বাঁধের ৬টি স্থানে ভেঙ্গে ১৩ গ্রাম প্লাবিত
বাঁধ ভেঙে চার গ্রামে পানি ঢুকেছে
গত ১ জুলাই টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী ছাড়াও ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থান ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১০ গ্রামে পানি ঢোকে। পানিতে ভেসে যায় কয়েকশ পুকুরের মাছ। নষ্ট হয় জমির ফসল ও গ্রামীণ সড়ক।

আরও খবর

Visitors online – 355
users – 0
guests – 324
bots – 31
The maximum number of visits was – 2021-07-12
all visitors – 9805
users – 12
guests – 9540
bots – 253