মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া এলাকায় পুলিশের একটি গাড়ির সাথে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন।
এদেরমধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- লিটন নায়েক (২৫), চুনু রায় (৪৫), মা মনি (২০), গৌরি রায় (৫০) ও সবিতা রায় (২০)। আহতরা সবাই কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, মাগুরছড়া এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে পুলিশের প্রটোকল জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। এদেরমধ্যে লিটন নায়েক ও চনু রায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।