1. admin@sbarta24.com : Rahat : Anwar Babul
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ - Home
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন
এই মুহূর্তে
Welcome To Our Website... করোনা মুক্তিতে দেশ ও জাতির জন্য ঈদ জামাতে বিশেষ দোয়া, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস। টিকা নিয়ে নতুন ঘোষণা রাশিয়ার, এক ডোজই রুখে দেবে করোনার সব ভ্যারিয়েন্ট....

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫০ বার পঠিত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসেরচালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারী এলাকার নাদিম আহমদ সাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকা শাহ কামাল (২৭) ও ছাতকের রহিমা বেগম (২৬)।

এ ছাড়া চিকিৎসক ইমরান খানের স্ত্রী চিকিৎসক শারমিন আক্তার অন্তরা (২৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। অন্তরা বিশেষ বিসিএস পরীক্ষার্থী ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রশিদপুর এলাকার একটি কালভার্টের ওপরে এ দুর্ঘটনা ঘটেছে। লন্ডন এক্সপ্রেস ঢাকা ও এনা বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে লন্ডন এক্সপ্রেস বাসটি সড়কের ঠিক মাঝখান দিয়ে দ্রুতগতিতে চলছিল। আর এতেই ঘটে দুর্ঘটনা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আসার পর তিনজন মারা গেছেন।

এদিকে দুর্ঘটনার কারণে বাস দুটি উদ্ধারের কাজ চলছে। বাস দুটি সড়কের মাঝখানে থাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আরও খবর